মেনু

About Our Company

নব সভ্যতার ইতিহাসে বই এক অপরিহার্য আবিষ্কার। সভ্যতার বিকাশে বইয়ের বিকল্প নেই। দেশের প্রতিটি মানুষের কাছে বই সহজলভ্য করতে আমরা কাজ শুরু করেছি। অসহনীয় যানজট, ভোগান্তি, অসহজলভ্যতা ও সময়ের অপ্রতলুতার কারণে বই পড়ার প্রতি মানুষের দিন দিন অনীহা তৈরি হচ্ছে। টিভি ও ইন্টারনেটের দৌড়াত্তে মানুষের চিন্তাশক্তির বিকাশ বাঁধাগ্রস্থ হচ্ছে।
বিখ্যাত ইংরেজ কবি শেলী বলে গিয়েছেন - "আমরা যতই অধ্যয়ন করি, ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি।"
কারণ, আমরা বিশ্বাস করি একদিন এসব প্রতিবন্ধকতা কাটিয়ে আমাদের সমাজের প্রতিটি মানুষ জ্ঞানের আলোয় উজ্জীবিত হবে এবং আমরা এগিয়ে যাবো।

একটি আলোকিত সমাজের প্রত্যাশায়.....
Top