বই | প্র্যাকটিস অফ মডার্ন গাইনিকলোজি এন্ড মিডওয়াইফারি (হার্ড কাভার) Practice Of Modern Gynecology And Midwifery |
---|---|
লেখক | ডা: শিপরা রানি পান্ডে, ডা: শ্রীরাম কুমার পান্ডে, ডা: শারমিন আক্তার (এফসিপিএস) (সম্পাদক) |
প্রকাশনী | ফয়সাল পাবলিশিং হাউজ |
আইএসবিএন (ISBN) | 978-984-33902-4-0 |
চিকিৎসা ক্ষেত্রে বাংলা ভাষায় এ জাতীয় বই রচনা করা কঠিন কাজ। তবুও আমরা বাংলা ভাষায় এ বইটি রচনা করে উন্নত চিকিৎসার ধারণা স্বাস্থ্যশিক্ষা ও সেবা সম্পর্কে সম্যক জ্ঞান দেয়া-নেয়ার চেষ্টা করছি।
বাংলা ভাষায় রচিত “প্র্যাকটিস অফ মডার্ন গাইনিকলেজি এন্ড মিডওয়াইফারি” বইটি বাংলাদেশের নার্স, কম্পাউন্ডার, স্বাস্থ্য সহকারী প্রশিক্ষণার্থী ও হােমিওপ্যাথিক কলেজের ছাত্র-ছাত্রী, পল্লি চিকিৎসক এবং আগ্রহী পাঠকদের জন্য সহায়ক বই হিসেবে লিখিত।
এ বইটি বাংলা ভাষায় রচিত হওয়ায় ধাত্রীবিদ্যায় প্রাথমিক শিক্ষার্থীরা নিঃসন্দেহে উপকৃত হবেন। চিকিৎসা বিজ্ঞান বিষয়ক বইগুলাে সহজ-সরল বাংলা ভাষায় প্রকাশ করে চিকিৎসা বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছেন।
এ বইটিতে অনেক কিছু নতুন তথ্যাবুলি সংযােজন করা হয়েছে, যাতে আরাে গভীর ও বিস্তৃত তথ্যাদি সম্পর্কে ছাত্র-ছাত্রী ও শিক্ষার্থীরা জ্ঞান আহরণ করতে পারে।
গ্রন্থটির বিভিন্ন বিষয়বস্তুকে সহজে বােধগম্য করার জন্য লিখতে গিয়ে দেশিবিদেশি অনেক বই ও ওয়েবসাইটের সাহায্য নিতে হয়েছে। ধন্যবাদ জানাই ঐসব কর্তৃপক্ষকে সেসাথে ধন্যবাদ জানাই ফয়সাল পাবলিশিং হাউসের প্রকাশককে।
বইটিতে স্ত্রী ব্যাধি এবং তার চিকিৎসা ও প্রতিকারের পাশাপাশি পুরুষদের যৌনরােগ-ব্যাধি সম্পর্কে ব্যাপক আলােচনা করা হয়েছে। বইটি লিখতে গিয়ে। অনেক ত্রুটি-বিচ্যুতি থাকা স্বাভাবিক। তাই চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থী, প্রশিক্ষণার্থী ও চিকিৎসা বিজ্ঞান বিষয়ক পাঠকমহলের অনুপ্রেরণা ও সহযােগিতা পেলে পরবর্তী সংস্করণে বইটির কলেবর বৃদ্ধি এবং বৈজ্ঞানিক দিকটি যাতে অবহেলিত না থাকে এবং বক্তব্যে ত্রুটি না থাকে তার প্রয়াস করছি।
আশা করি বইটি চিকিৎসা বিজ্ঞান ও শিক্ষার্থীমহলে যথেষ্ট সমাদৃত হবে এবং সেই সাথে প্রকাশক ও আমাদের শ্রম সার্থক হবে বলে মনে করবাে।
ডা: শ্রীরাম কুমার পাণ্ডে, ডা: শিপরা রানি পাণ্ডে
ফেব্রুয়ারি ২০২০