বই | দ্য রেইপ অব বাংলাদেশ (হার্ড কাভার) The Rape Of Bangladesh |
---|---|
লেখক | অ্যান্থনী ম্যাসকারেনহাস, মাসুদুল হক (অনুবাদক) |
প্রকাশনী | জাতীয় সাহিত্য প্রকাশ |
আইএসবিএন (ISBN) | 984-70000-0339-3 |
আজকের এই বাংলাদেশ, যা ছিল পাকিস্তান নামক রাষ্ট্রের পূর্ব বাংলা তথা পূর্ব পাকিস্তানের নামধেয় একটি প্রদেশ.. এই বাংলাদেশে যাদের বয়স এখন ৪৬ কিংবা ৫০' - তাদের কেউই ধারণা করতে পারবেন না যে, এই অঞ্চলের মানুষের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদের অভিযোগ তুলে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট ও সেনাবাহিনী প্রধান জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান ও তার সহযোগী সামরিক শাসকচক্র গণহত্যায় নামে.. ওই সময় সাড়ে সাত কোটি মানুষের এই দেশের শহরের পর শহর, গ্রামের পর গ্রাম তারা দেয় জ্বালিয়ে.. প্রাণ বাঁচাতে এক কোটি বাঙালি সহায়-সম্বলহীন অবস্থায় সীমান্ত অতিক্রম করে চলে যায় ভারতে, শরণার্থী শিবিরে.. এই নারকীয় হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ায় তৎকালীন পূর্ব বাংলার নানা বয়সী মানুষ.. হাতে তুলে নেয় অস্ত্র এবং ছিনিয়ে আনে স্বাধীনতা..
তৎকালীন করাচির ইংরেজি দৈনিক মনিং নিউজ-এর সহকারী সম্পাদক অ্যান্থনি মাসকারেনহাসের পূর্ব বাংলায় আসার সৌভাগ্য হয় সামরিক সরকারের বাছাইকৃত সাংবাদিকদের একজন হয়.. তাদের উপর নির্দেশ ছিল যে, তাদের লিখতে হবে - তাঁরা দেখেছেন পূর্ব পাকিস্তানের সব কিছুই ঠিকঠাক আছে, কোথাও কোন গোলযোগ নেই.. মুষ্টিমেয় কিছু বিদ্রোহীকে (মুক্তিযোদ্ধা) দমন করা হয়েছে.. এই সাংবাদিকদের সামরিক সরকার নির্দিষ্ট কিছু এলাকায় নিয়ে যায়.. সাংবাদিকদের মধ্যে অ্যান্থনি মাসকারেনহাসই একমাত্র ব্যক্তি, যিনি যা দেখেছেন সেটাই তুলে ধরেন তাঁর রিপোর্টিংয়ে.. এসেছে নির্দিষ্ট এলাকার ভয়ংকর ভীতি জাগানো ঘটনাবলি.. তবে রিপোর্টিংয়ে তৎকালীন সমগ্র পূর্ব বাংলার ভয়াবহ ঘটনাবলির চিত্র আসেনি বটে, তবে অন্যান্য অঞ্চলের চিত্র এর চেয়ে ভিন্ন কিছু ছিল না.. এদিক দিয়ে বলতেই হয় দি রেইপ অব বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জন্য একটি অনন্য দলিলে পরিণত হয়ে গেছে..