শহীদুল ইসলাম
বরিশালের বানারীপাড়া উপজেলায় ২০ অক্টোবর ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল কাদের খলিফা, মাতা রাহেলা বেগম। ছয় ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ।
উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হাবিবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বরিশাল ব্রজমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সিলেট এমএজি ওস...
Read More
বরিশালের বানারীপাড়া উপজেলায় ২০ অক্টোবর ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। পিতা আব্দুল কাদের খলিফা, মাতা রাহেলা বেগম। ছয় ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ।
উজিরপুর উপজেলার ঐতিহ্যবাহী হাবিবপুর উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বরিশাল ব্রজমোহন কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে ১৯৮৪ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। পরবর্তী সময়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অবসরগ্রহণের পূর্বে মুন্সীগঞ্জ জেলার সিভিল সার্জন হিসেবে কর্মরত ছিলেন।
মায়ের ইচ্ছে পূরণ করতেই তিনি বাংলা সাহিত্য নিয়ে পড়াশোনা করার ইচ্ছা জলাঞ্জলি দিয়ে চিকিৎসক হয়েছেন। তবু নিজ পেশায় সফল হয়েও সব সময় তার সাহিত্যপ্রীতি অক্ষুণ্ন ছিল। বাংলা সাহিত্যের একজন নিরলস পাঠক হিসেবে পরিচয় দিতেই তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন।
তার প্রকাশিত উপন্যাসের সংখ্যা তিন। ‘নিষিদ্ধ গল্প’ তার প্রকাশিত প্রথম গল্পগ্রন্থ।